শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
27 Nov 2024 03:54 am
৭১ভিশন ডেস্ক:- রোহিঙ্গা ও কক্সবাজারে অসহায়দের জন্য ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৭৫০ কোটি টাকা।
খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে মানবিক সহায়তা হিসেবে এই অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এই অর্থ দিয়ে প্রায় ৬ লাখ মানুষকে গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী সহায়তা দেয়া সম্ভব হবে মার্কিন দূতাবাস জানায়।
এতে আরো বলা হয়, নতুন এই অনুদান ব্যবহার করে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীকে খাদ্য ও পুষ্টি, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দিতে পারবে।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।পিএনএস