বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
04 Jan 2025 06:17 am
কুড়িগ্রাম প্রতিনিধি : [২৫.০১.২০২৩]কুড়িগ্রামের রাজারহাটে ৭ শতাধিক সুবিধাবি ত, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলায় উমর মজিদ ইউনিয়ের ফরকেরহাট কেরামতিয়া বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি ও উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আহসানুল কবির আদিল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসর প্রাপ্ত প্রিন্সিপাল অফিসার আলহাজ¦ মনছুর আলী, ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান। এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ডিসিএফ কুড়িগ্রাম উপদেষ্টা আবু জাফর মো: ইকবাল কবির মিলন, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহেদুল ইসলাম লাল, এন.এ.এম. রেদোয়ান (মাসুম)। রাজারহাট উপজেলা টিম লিডার অনুক‚ল দেব , মোঃ শফিকুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ মামুন, মোঃ আনিসুর রহমান, মোঃ রফিক, মোঃ আমজাদ আলী।
এবিষয়ে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন কুড়িগ্রামের সভাপতি মো: আহসানুল কবির আদিল বলেন, এবছর ৬নং উমর মজিদ ইউনিয়নে ৭ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হল। ২০১৩ সাল থেকে এই ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি। এর আগে এই ইউনিয়নে ১২ টি ভ্যান, রক্ত ডোনেট, ঈদে সেমাই, চিনি ও মাংস বিতরণ সহ গরিব অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় কাজ করে আসছে সংগঠনটি।