বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
30 Dec 2024 12:33 am
মামুন রশীদ বগুড়া:- বগুড়ায় হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে বগুড়ার উপশহরে হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে হাইওয়ে পুলিশের অতিরিক্তি আইজি মল্লিক ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান।
আলোচনা সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্তি আইজি মল্লিক ফখরুল ইসলাম মহাসড়কে দুর্ঘটনার কারন, দুর্ঘটনা রোধে পরিকল্পনা, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে কঠোর ব্যবস্থাসহ, হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে নানা পরিকল্পনা উপস্থাপন করেন।
এছাড়াও সেবা নিতে আসা সাধারণ মানুষদের সাথে ভাল ব্যবহার, কমিউনিটি পুলিশিং সংখ্যা বৃদ্ধি, এলার্ম প্যারেড, পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধ, জঙ্গিবাদ দমন, সিসি ক্যামেরা স্থাপন, অস্ত্র প্রশিক্ষণ, নিজস্ব নিরাপত্তা, মাদক নির্মুলে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন হাইওয়ে পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।