বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 06:37 am
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলার প্রধানকুন্ডি গ্রাম থেকে চুরি যাওয়া পাট উদ্ধার করেছে থানা পুলিশ।
গত সোমবার (২৩ জানুয়ারি) দুপুর তিনটার দিকে নওগাঁ জেলার সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া আব্দুর রশিদ ওরফে লাবুর ভাড়া গোডাউন থেকে ৪০ মণ পাট উদ্ধার করে বদলগাছী থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের প্রধানকুন্ডি জিয়াউর রহমান জিয়ার গোডাউনের দরজা ভেঙ্গে পাটগুলো চুরি যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে পাট না পেয়ে ২২ জানুয়ারি বদলগাছী থানায় একটি মামলা করি, মামলা নং-২১।
বদলগাছী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম বলেন, পাট চুরির পরে জিয়াউর রহমান জিয়া তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে বিভিন্ন সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের সহায়তায় সদর থানার বর্ষাইল ইউনিয়নের লক্ষীপুর উত্তর পাড়ার গোডাউন হতে পাটগুলো উদ্ধার করা হয়। তবে কোনও আসামিকে আটক করা সম্ভব হয়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, পাট চুরির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।