শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
23 Jan 2025 11:03 am
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:-বরিশালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া-মোনাজাত এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কৃষক দল। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সদর রোডের দলীয় কার্যালয়ে জেলা (দক্ষিন) কৃষক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কৃষক দল আহবায়ক এইচএম মহসিন আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সফিউল আলম সফরুলের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন।
সভায় জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা সভার শেষ পর্যায়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এ উপলক্ষ্যে কৃষকদলের পক্ষ থেকে অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।