শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩
31 Mar 2025 11:33 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত আনন্দ শোভযাত্রা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। অনুষ্ঠানের চলাকালে এ ঘটনা ঘটে। এতে স্বাচিপ সভাপতি জামাল উদ্দিন চৌধুরী সহ অন্তত আটজন আহত হন। অনুষ্ঠান চলাকালীন সময়ে কিভাবে মঞ্চ ভেঙে পড়ে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। অতিরিক্ত মানুষ ওঠায় মঞ্চ ভেঙে পড়ে বলে নেতা-কর্মীদের ধারণা।
ইনান বলেন, মঞ্চ ভেঙে পড়ার ঘটনা একটি দুঃখজনক ঘটনা। আমরা এ ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। এছাড়াও মঞ্চ তৈরীর দায়িত্ব দেওয়া হয়েছিলো অপূর্ব ডেকোরেশান নামে একটি প্রতিষ্ঠানকে। ওই ডেকোরেশানের কারো কোন গাফিলতি আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। তখন আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।
গত ৪ জানুয়ারি ছিল ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠনটি। এর অংশ হিসেবে শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা হয়।