বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
23 Jan 2025 06:09 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ১শ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গত মঙ্গলবার (২২ জানুয়ারী) রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উপজেলার চাঁপাপুর ইউপির বাধপাড়া গ্রামের তপু হাসানের ছেলে।
পুলিশ জানান,গত মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজার এলাকায় জনৈক সিদ্দিকের দোকানের সামনে থেকে ১শ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।