বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
05 Jan 2025 11:52 pm
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় একই পোশাকে ভিন্ন দাম বসিয়ে ক্রেতা হয়রানি করায় পোষাকের সুপরিচিত ব্র্যান্ড আর্টিসানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকেল অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে এক শুনানি শেষে এ জরিমানা করা হয়।
সংস্থাটির বগুড়ার কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ আদেশ দেন। রিজভী জানান, লাভলি আক্তার নামের এক নারী গত ৩১ ডিসেম্বর জলেশ্বরীতলার আর্টিসান নামের এক প্রতিষ্ঠানে শিশুদের পোশাক কিনতে যান। এ সময় একই পোষাকে সাড়ে ৫০০ ও ৯৭৫ টাকা দাম বসানো দেখতে পেয়ে তিনি কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষ সাড়ে ৫০০ টাকার পোশাক মাপে ছোট দাবি করে বসানো দাম ছিঁড়ে ফেলে ও বিক্রি করতে অস্বীকৃতি জানায়৷
এ ঘটনায় লাভলি আক্তার ৩ জানুয়ারি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে সংস্থাটির কার্যালয়ে এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আর্টিসান কর্তৃপক্ষ তাদের দোষ স্বীকার করেন। এ সময় প্রতিষ্ঠানটিকে একই পোশাকে ভিন্ন দাম বসানো ও ক্রেতা হয়রানি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক রিজভী আরও জানান, অভিযোগকারী লাভলি আক্তার আইন অনুযায়ী জরিমানা শতকরা ২৫ শতাংশ হিসেবে ৫ হাজার টাকা পেয়েছেন। এছাড়াও আর্টিসান কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্যে সতর্ক করা হয়েছে।