মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 10:14 am
সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে আমরা কীভাবে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেছি- সেগুলো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি। তিনি আমাদের প্রশংসা করেছেন। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি- র্যাব ভালো কাজ করছে। তিনি সহমত পোষণ করে বলেছেন- আমরা যেভাবে আবেদন করেছি, সেটা সঠিক আছে। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে থাকবে ও প্রয়োজনে আরো সহযোগিতা করবে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তাকে বলেছি- আমাদের নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচনের ৯০ দিন আগে থেকেই সব ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে চলে যায়। কমিশনই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করে। পুলিশসহ যারা নির্বাচনের সময় কাজ করে, তারা প্রস্তুত আছে। এ বিষয়েও আমাদের প্রশংসা করেছেন ডোনাল্ড লু।