রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
18 Dec 2024 12:56 am
স্টাফ রিপোর্টার: বগুড়ায় বাঘোপাড়া (দক্ষিণপাড়া ও মন্ডলপাড়া) যুব সমাজের উদ্যােগে শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে বাঘোপাড়া বন্দরে এ আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও সহ-সভাপতিত্ব করেন সমাজসেবক জাহিদুল ইসলাম (টুকু)।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক শ্যামল দাস, বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, সিএনআই বগুড়া প্রতিনিধি ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, বি.ডি.জি.এস এর সভাপতি মাহমুদুল হাসান ও সাত শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মাকসুদুর আলম উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৌমিক হোসেন, শামিম পাইকার ও মো: মাসুম।