শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
13 Jan 2025 01:18 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বিকেলে বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নের রত্নাগাড়ী গ্রামে অত্র গ্রামের যুব সংঘের উদ্যোগে ও গোলাম মোস্তফার সার্বিক সহযোগিতায় এক বাউল সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বাউল সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাছুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার কাউন্সিলর মো.আব্দুল মতিন সরকার, আমিনুল ইসলাম, জামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মনোয়ার হোসেন (খোকন)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, কাহালুর সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা, মুনসুর রহমান তানসেন, প্রভাষক পি এম মাকছুদুর রহমান, এম এ মতিন, রুহুল আমিন, সাংবাদিক নুরুল ইসলাম শেখ, শাহিন সরদার সহ জনপ্রতিনিধি ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।