শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
04 Jan 2025 09:16 am
জননী ওয়েল মিল অ্যান্ড ফুড প্রোডাক্টস এর অঙ্গ প্রতিষ্ঠান পপি সরিষার তেল কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে বাদ জুমা। পৌরসভার ১৫ নং ওয়ার্ডের মধ্য পালশা এলাকায় প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল গফুর প্রামানিক, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামাণিক সিজার, মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মীয় সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু,জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাকসুদ আহমেদ মনি,জুলফিকার আলী জুয়েল,সদস্য গোলাম মোস্তফা,জাকিউল আলম জীবন, হাসান সরদার, রায়হানুর রহমান রোহান প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান ও আমজাদ হোসেন। শেষে অতিথিরা মিলে কারখানার সুইচ টিপে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
হেলাল