সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
01 Apr 2025 02:58 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার সোনালী ব্যাংকে টাকা জমা দিতে এসে মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় আলমগীর হোসেন (৪৫) নামের এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত রোববার (৮ জানুয়ারী) দুপুর আড়াইটায় সান্তাহার সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। আটক আলমগীর হোসেন বগুড়ার চেলোপাড়ার মৃত সোহরাব শেখের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, সান্তাহার নতুন বাজার এলাকার জনৈকা সেলিনা পারভিন নামের এক মহিলা গত রেবাবার দুপুরে ভ্যানিটি ব্যাগে একলাখ টাকা নিয়ে সান্তাহার সোনালী ব্যাংকে জমা দিতে কাউন্টারের সামনে দাঁড়ায়। এসময় আলমগীর হোসেন নামের ওই ছিনতাইকারি মহিলাটির ভ্যানেটি ব্যাগের চেইন কৌশলে খুলে উল্লেখিত টাকা হাতিয়ে নিয়ে পালানোরচেষ্টা কালে মহিলাটি টের পেয়ে হৈচৈ করলে জনতা তাকে আটক করে সান্তার ফাঁড়ি পুলিশে সোপর্দ করে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি