শনিবার, ০২ আগস্ট, ২০২৫
02 Aug 2025 01:50 pm
![]() |
রাজিবুল হাসান নুর,পলাশবাড়ী,গাইবান্ধাঃ- পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝঋও) স্কিমের আওতায় শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (এসইডিপি) কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১ আগস্ট সকাল ১১টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা জেলা শিক্ষা অফিস ও পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ, দিনাজপুর শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাই শেষে পলাশবাড়ী উপজেলার মধ্যে একমাত্র নির্বাচিত শিক্ষার্থী হিসেবে পুরস্কার অর্জন করে পবনাপুর মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী মোছাঃ উম্মে হাবিবা আক্তার রিনি। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী এবং ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হন।
পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার, জেলা সহকারী শিক্ষা অফিসার, পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার।
রিনির এই অসাধারণ সাফল্যে পবনাপুর মহিলা কলেজের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার এ অর্জন পলাশবাড়ী উপজেলার জন্য গর্বের বিষয়। এই সম্মাননা ভবিষ্যৎ শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।