বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 04:47 am
তবে সরকারের গুডবুকে থাকা এই শীর্ষ আমলা ইঙ্গিত দিয়েছিলেন বড় কিছুর। এরপরই আলোচনার ডালপালা ছড়ায় নানা মহলে। তবে কি সরকারের শীর্ষ কোনো পদে বসতে যাচ্ছেন কবির বিন আনোয়ার?
২০২১ সালের ৪ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। জোর গুঞ্জন উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হতে যাচ্ছেন কবির বিন আনোয়ার।
গুঞ্জনের পালে হাওয়া দিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হাজির হন সদ্যবিদায়ী এই মন্ত্রিপরিষদ সচিব। কার্যালয়ে ঢুকেই সরাসরি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কক্ষে যান তিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কুশলাদি বিনিময় করেন কবির বিন আনোয়ার।
গুঞ্জন থাকলেও প্রজ্ঞাপন জারি কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। ফলে গণমাধ্যমকর্মীরা ধানমন্ডি কার্যালয়ে অপেক্ষা করলেও এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হননি কবির বিন আনোয়ার।
এদিকে, কবির বিন আনোয়ারের দলীয় কার্যালয়ে আসা প্রসঙ্গে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা জানান, কবির বিন আনোয়ারের বাবা আওয়ামী লীগের রাজনীতি করতেন। সে কারণে দলীয় কার্যালয়ে তিনি আসতেই পারেন। ছাত্র জীবনে কবির বিন আনোয়ার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৩ জানুয়ারি সরকারি চাকরির মেয়াদ শেষ হলে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান।