বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩
28 Nov 2024 01:07 am
৭১ভিশন ডেস্ক:- নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসডুপুই বাংলাদেশের অবিচল এবং অসামান্য উন্নয়নের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই উন্নয়ন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যকে সমর্থন করে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
বৈঠকে তারা বিমান চলাচল, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিবেশ বান্ধব জ্বালানি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে সম্মত হন।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন এবং আঁন্দ্রে, মালরাঁর মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন।
ডেইলি-বাংলাদেশ