রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
03 Dec 2024 11:19 pm
ছাদেকুল ইসলাম রুবেলঃ গাইবান্ধাজাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, র্স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত থাকতে হবে।
রোববার (১ জানুয়ারি) গাইবান্ধা শহরের কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।হুইপ গিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নতুন বছরের উপহার হিসেবে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন। এসব ছাত্রছাত্রীদের দেশ প্রেম আদর্শে গড়ে তুলতে হবে।
গাইবান্ধায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বই বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. রোকছানা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, অধ্যক্ষ মাজহার-উল-মান্নান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু প্রমুখ।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশীদ, প্রাথমিক স্তরে প্রাক শ্রেণি হইতে ৫ম শ্রেণি পর্যন্ত ১ হাজার ৪৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২২ লাখ ৭৬ হাজার ৬০০টি বই বিতরণ করা হবে।
গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. রোকছানা বেগম জানান, মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও কারিগরি ট্রেডে ৪৬ লাখ ১৬ হাজার ৮৩৫ টি বইয়ের চাহিদা মোতাবেক বিতরণ কার্যক্রম শুরু করা