সোমবার, ০৯ জুন, ২০২৫
30 Jul 2025 10:26 pm
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্বনামধন্য বিদ্যাপীঠ শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬-২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়।
সোমবার (০৯ জুন) শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী সাবেক ইউপি সদস্য আরমান আলীর সঞ্চালনায় জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ শফিকুল আলম তোতা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নরুল ইসলাম, রফিকুল ইসলাম, মাওলানা সামসুল হক, সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম, শ্রী উজ্জল দাস, শিক্ষিকা নার্গিস আক্তার, হাবিবা খাতুন, সাবেক শিক্ষার্থী বিসিএস ক্যাডার রবিউল ইসলাম, গোল্ড মেডেল প্রাপ্ত সাবেক শিক্ষার্থী সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান, সাবেক শিক্ষার্থী সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, সাবেক শিক্ষার্থী সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, সাবেক শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন, রেজাউল করিম হবি, সাবেক শিক্ষার্থী ডেন্টিষ্ট জেসমিন আক্তার জলি, সাবেক শিক্ষার্থী নুরালম, সোহেল রানা, ইমন তানভীর, আসিফ ইকবাল, আরাফাত রহমান প্রমূখ।