রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 02:44 pm
প্রেস বিজ্ঞপ্তিঃ আজ (০১-০১-২৩) রবিবার সকালে বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নুনগোলা উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া শহর আওয়ামীলীগ এর সহসভাপতি এ্যাডঃ খায়রুল বাশার নীলুজের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবিদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এসোশিয়েশন এর সভাপতি ও নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "নতুন বই উচ্ছ্বাস ও স্পন্দন জাগায়। সেই নব উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। নতুন বছরের প্রথম দিন তোমরা নতুন বই পাচ্ছো বিনামূল্যে। সত্যিই এটি একটি যুগান্তকারী উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠার কারণে সম্ভব হয়েছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন বছরের তিনমাস আমরা বই হাতে পাইনি। নতুন বইয়ের আশা কম করতাম, আমরা উপর ক্লাশের ভাইদের কাছ থেকে বই সংগ্রহ করতাম। অথচ তোমাদের হাতে নতুন বই পৌছে গেছে বছরের প্রথম দিন। তোমরা সঠিকভাবে পড়াশোনা করবে। তোমাদের জীবন গড়ে উঠুক সঠিক পথে, যাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো। দেশের জন্য তোমাদের গড়ে তুলতে হবে"।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুর রশিদ, আরিফুল ইসলাম আরিফ, মোঃ নুরনবী রহমান, মোজাফফর হোসেন, এবিএম শাফি, বিশিষ্ট শিক্ষানুরাগী আজাহার আলী মাস্টার, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক শাফায়াত সজল। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদ আজাদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, মহফেলা বেগম, ফিরোজ আল মামুন স্বপন, সুহেল উদ্দীন, হেলেনা বেগম, রশিদুল বারী, আব্দুল আউয়াল, তিন্না খুরশিদা জামান, মাওঃ আতিকুর রহমান, ইছাহাক আলী, অফিস সহকারী মিজানুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মিজানুর রহমান।