রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 01:39 am
শিবলী সরকার,(বগুড়া) থেকেঃ- গত ৩০শে নভেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাগবের গ্রামস্থ জনৈক মোঃ শাহাদৎ হোসেন এর নির্মানাধীন বসত বাড়ীতে বগুড়া জেলা ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম উপস্থিত থেকে খাদ্য বান্ধব কর্ম সূচীর ১১৩০ (এগারশত ত্রিশ) বস্তা চাউল জব্দ করে সীলগালা করে উক্ত বিল্ডিং এ রাখেন।চাল গায়েব মর্মে খবর প্রকাশ পেলে পরে গত ২২/১২/২০২২ তারিখ বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এর নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্যদের নিয়ে সীলগালা খুলে ভিতরে প্রবেশ করে দেখা যায়, উক্ত চাউলের মধ্যে ১১২৪ বস্তা চাউল প্রতি বস্তায় অনুমান ৩০ কেজি করিয়া সর্বমোট (১১২৪X৩০)=৩৩,৭২০ (তেত্রিশ হাজার সাতশত বিশ) কেজি চাল নাই। অজ্ঞাতনামা কুচক্রি মহল চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বাদী হয়ে এজাহার দায়ের করলে সারিয়াকান্দি থানায় নিয়মিত মামলা রুজু হয়।
মামলাটি তদন্তকালে বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর দিক নিদের্শনায় সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী নেতৃত্বে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী অন্যান্য অফিসার ফোর্সদের সহায়তায় সারিয়াকান্দি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ৩০শে ডিসেম্বর শুক্রবার ভিভিন্ন সময়ে ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ বেলাল হোসেন (৩৫) পিতা-মৃত নুরু প্রাং, মাতা-মোছাঃ তারা বেওয়া, সাং-বাগবের,
২। মোঃ রুসাত (২৮) পিতা-মোঃ তোফা ফকির, মাতা-মোছাঃ রোকেনা বেগম, ৩। মোঃ রায়হান কবির (২৭) পিতা-মোঃ সোনা মিয়া, মাতা-মোছাঃ রুলি বেগম, উভয় সাং-আন্দরবাড়ী, সর্ব থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াগনকে গ্রেফতার করা হয়।
ঐসব চোরাই চাল বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, যাহার রেজিঃনং-যশোর-ড-১১-০৮৮৪ জব্দ করা হয়। আসামীগনকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজ মুখে স্বীকার করে এবং ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। আসামীদের জবানবন্দীতে চাউল চুরির ঘটনার সাথে জড়িত মুল হোতাদের নাম ঠিকানা প্রকাশ করলেও তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি থানা পুলিশের পক্ষথেকে। (collected শিবলী সরকার )