শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
11 Nov 2024 02:45 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দীর্ঘ ৯ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের দুই বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি চারমাথা মোড় সংগঠনের কার্যালয়ে এক সাধারণ অধিবেশনে সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিতি সবার সম্মতিক্রমে কমিটিটি গঠন করা হয়। হিলি পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীকে সভাপতি ও নাজমুল হককে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যের কমিটি তৈরি করা হয়।
কার্যকরী কমিটির সদস্য হলেন যারা:
সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি মামুনুর রশিদ লেবু, সহ সভাপতি সামসুল হক নয়ন, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, যুগ্ম সহ সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বন্দর বিষয়ক সম্পাদক কাইছার রহমান, কোষাধক্ষ্য রেজাউল করিম, দপ্তর সম্পাদক এ কে এম আসাদুজ্জামান তুহিন, প্রচার সম্পাদক নুর আলম হক খোকন, তথ্য গবেষণা সম্পাদক শ্রী ললিত কুমার কেসেরা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী দিনেশ পোদ্দার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক বাবলুর রহমান, কার্যকরি সদস্য শাহিনুর ইসলাম, কার্যকরি সদস্য ফেরদৌস রহমান, কার্যকরি সদস্য মনোয়ারা হোসেন চৌধুরী, কার্যকরি সদস্য মাহফুজার রহমান বাবু, কার্যকরি সদস্য হযরত আলী, কার্যকরি সদস্য মোজাম্মেল হক, কার্যকরি সদস্য মোস্তাফিজুর রহমান দুদু, কার্যকরি সদস্য নুর আলম বাবু, কার্যকরি সদস্য শরিফুল ইসলাম, কার্যকরি সদস্য আবুল বাশার।
উপদেষ্টা মন্ডলীর সদস্যরা:-
মো. আব্দুল হাকিম মন্ডল, শ্রী গনেশ প্রসাদ সাহা, নবিবুল ইসলাম, সেলিম রেজা মন্ডল ও সাইফুল ইসলাম।