সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
13 Nov 2024 12:55 pm
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার গোসাইরহাট উপজেলা এলাকায় সাবেক ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসম উপস্থিত ছিলেন, সাইফুল, ইমন, আলী, স্বপন, সোহান, হাবিব, সোহেল, মাসুদ, ফজলুল, জামাল, মিরাজ, শামীম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতির বিশাল সংকটের মুহূর্তে দেশপ্রেমিক বিপ্লবী সিপাহি-জনতা চক্রান্তকারীদের হটিয়ে দিয়ে, গণ-অভ্যুত্থান ঘটিয়ে ছিল।জাতির পঁচাত্তর-নভেম্বরের বিপ্লবের আসল নায়ক ছিলেন তৎকালীন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান।
আর তিনিই হলেন, বিএনপি'র প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে নেতৃবৃন্দ শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এর হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য সঠিকভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।