সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
13 Nov 2024 01:00 pm
বরগুনা প্রতিনিধিঃ-বরগুনাঃ বরগুনায় তরুণদের ইতিবাচক চিন্তায় দেশ গঠনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে প্রায় দুইশতাধিক তরুণ-তরুণী “আমিও জিততে চাই” ক্যাম্পেইনে অংশ নেন।
শনিবার বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের হলরুমে ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান।
ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে নাগরিকদের বিভিন্ন দাবি ও মতামত প্রকাশ করতে আমিও জিততে চাই ডটকম নামক একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। যেখানে প্রবেশ করে যে কেউ যে কনো দাবি ও মতামত জানানোর সুযোগ পাবেন। সারাদেশের তরুণদের মাঝে নাগরিক প্রত্যাশা ও মতামত তুলে ধরতেই এ প্ল্যাটফর্ম এবং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলোচনা সভা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা ধরনের কর্মসূচিও চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বরগুনায় অনুষ্ঠিত হয়েছে এ ক্যাম্পেইন। এ সময় ইন্টারেক্টিভ থিয়েটার পারফর্মেন্স, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতাসহ ক্যাম্পেইনের শো-রিল প্রদর্শন করা হয়। এ ছাড়াও অংশগ্রহণকারীরা সমকালীন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুর সমাধান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এ অনুষ্ঠানে।
তরুন প্রতিনিধি ইসরাত জাহান মিম বলেন, আমাদের দাবিগুলো চাইলে আমরা সব জায়গায় বলতে পারিনা। আমিও জিততে চাই এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা তরুন্দের সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। আর মাধ্যমে আমরা দাবিগুলো সহজেই এখন বলতে পারবো।
কুমড়াখালী সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়ক জাহিদুল ইসলাম মেহেদী বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই দেশের সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে তুলে ধরা যায়। আমরা তরুণরা চাই আমাদের জন্য সমাজ এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারব। সেখানে থাকবে সমাজের দেয়া সকল সুযোগ সুবিধা।
বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল স্পেশাল পাবলিক প্রসিকিউটর রঞ্জু আরা শিপু বলেন, তরুণদের আমিও জিততে চাই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে আহবান করছি সবাই যেন ভালোর পথে আসে এবং মাদককে না বলি। তিনি আরো বলেন,এই তরুণ সমাজ নিয়ে আমরা খুবই আশাবাদী। তরুণদের নাগরিক ভাবনাগুলো বাস্তবায়নে ও আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে হলে শুধু রাষ্ট্রকে বা নাগরিকদের একপাক্ষিকভাবে এগিয়ে আসলে চলবে না, সমন্বিতভাবে সকলকে এগিয়ে এসে ভাবনাগুলো বাস্তবায়নের পথ সুগম করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল "আমিও জিততে চাই" নামে একটি ওয়েবসাইট ডেভলপ করেছে এখানে নাগরিকরা রাষ্ট্রের কাছে পাওয়া নাগরিক সেবা ও না পাওয়া দাবিগুলো এই ওয়েবসাইট এর মাধ্যমে তুলে ধরতে পারবেন, একি সাথে এখানে আমরা তরুণদের নিয়ে একটি পলিসি ডায়লগ এর আয়োজন করেছি যেখানে নিতি নির্ধারকদের কাছে তাদের সুপারিশ তুলে ধরবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্তরঞ্জন শীল প্রমুখ। পরে অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।