মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
11 Nov 2024 09:13 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা ১১টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদ্রাসা) প্রধানগণের সাথে শিক্ষার গুনগত মানোয়ন্নয়ন ও শিক্ষার পরিবেশ অষন্ন রাখতে করণী শীর্ষক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতিবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
কাহালু উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিনুজ্জামান শাহিন, কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, বামুজা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মো. আব্দুল মান্নান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান ফিরোজ, কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম আলী, লোহাজাল দাখিল মাদ্রাসার সুপার এ বি এম আবু হাসান দেওয়ান প্রমূখ।
মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, দরগাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কাহালু টেশনিক্যাল এন্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান প্রামানিক, ভালশুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম শাহিন সহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার প্রধানগন।