সোমবার, ১০ জুন, ২০২৪
11 Nov 2024 03:38 am
৭১ভিশন ডেস্ক:- আইসিসি টি-২০ বিশ্বকাপে উড়ছে স্কটল্যান্ড।ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর নামিবিয়াকে হারিয়েছিল দলটি।তৃতীয় ম্যাচে ওমানকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউরোপের দেশটি।
রোববার অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেটে ১৫০ রান সংগ্রহ করেছিল ওমান। জবাবে এই লক্ষ্য মাত্র ১৩.১ ওভারেই টপকে যায় স্কটল্যান্ড।তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওমান।প্রতীক আথাভালের অর্ধশতকে ভর করে লড়াকু সংগ্রহ পায় দলটি।দলের অন্যদের মাঝে আয়ান খান খেলেন অপরাজিত ৪১ রানের ইনিংস।আকিব ইলিয়াস করেন ১৬ রান।
স্কটল্যান্ডের হয়ে সাফইয়ান শরীফ একাই দুই উইকেট নেন। এছাড়া মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ক্রিস সোল ও ক্রিস গ্রেভস একটি করে উইকেট নেন।রান তাড়ায় শুরু থেকেই বাইশ গজে ঝড় তোলেন স্কটল্যান্ডের ব্যাটাররা।মাইকেল জোন্স ১৩ বলে ১৬ রানে আউট হলেও ২০ বলে ৪১ রান করেন আরেক ওপেনার জর্জ মুন্সি।এছাড়া ব্রেন্ডন ম্যাকমুলেন ৩১ বলে ৬১ রান করলে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় স্কটিশরা। ওমানের হয়ে বিলাল খান, আকিব ইলিয়াস ও মেহরান খান একটি করে উইকেত শিকার করেন।
ডেইলি-বাংলাদেশ