মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩
03 Jan 2025 01:50 am
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)থেকেঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলন চন্দ্র দাশের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মুদ্দত আলী,সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে শাহ আব্দুল আহাদ, শাহ মাজিদুর রহমান শিপু, পারুল মিয়া ও শংকর দাস; শিক্ষক-শিক্ষিকাদের মাঝে বক্তব্য রাখেন- রুবী রাণী দাস, শেখ মোহাম্মদ ফজলুল হক, স্বপন চন্দ্র পাল, সুলতানা মুমিনা জাহান, মো: মঞ্জুর আলী ও রূপম আচার্য্য, পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, সাবেক শিক্ষার্থী সাহিদা আক্তার পলি। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন- মো: তুফাজ্জল হক, পরমা দেব ও তানিয়া সুলতানা তানজিলা। সভায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে শিক্ষার্থী মো: সারওয়ার হামিম ও স্মৃতি সরকার। অনুষ্ঠানের ফাঁকে রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী অহনা পাল তিথি ও নাদিয়া নাছরিন। সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চলনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী আবেগঘন বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, তিনি ২০০৩ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল রবিরার ছিল উনার শেষ কর্ম দিবস। পরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট, মানপত্র ও উপহার প্রদান করা হয়।