শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
05 Jan 2025 08:00 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের ২০২৫ সালের নতুন কমিটির সভাপতি মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ আলিম নির্বাচিত হয়েছেন।
গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের স্কাইভিউ রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ আলিম।
বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ সানাউল হক শুভ।সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।সভায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং সাংগঠিক বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা হয়।সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রাহাত রিটু,জহুরুল ইসলাম,মোস্তফা মোঘল,শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ।
আলোচনা শেষে গঠনতন্ত্র অনুযায়ী ২০২৪ সালের কমিটি ভেঙ্গে দিয়ে সাবেক সভাপতি জহরুল ইসলামকে চেয়ারম্যান এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।নির্বাচনে সভাপতি পদে মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক পদে এইচ আলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।এই কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন,সহ-সাধারণ সম্পাদক শামীম আলম,কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, নির্বাহী সদস্য রাহাত রিটু, জহুরুল ইসলাম,শামীম আলম, আমিনুল ইসলাম মুক্তা ও রবিউল ইসলাম বিদ্যুৎ মনোনিত হন।