শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
05 Jan 2025 08:08 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার ফুলছড়ি উপজেলায় খুরশিদ আলম সরকার নামের এক বিচারপতির কাছে অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।এই চাঁদা দাবি করেন ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান।তার এমন অপকর্মে জড়িত থাকার কারণে আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত নেতাদের কোনো ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না।যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী জানান, ঘটনাটি একেবারে দুঃখজনক।চাঁদাবাজ কিংবা অপকর্মকারীদের যুবদলে কোনো স্থান নেই।
উল্লেখ্য, বুধবার (১ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় সুপ্রিমকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা মো. আক্তারুজ্জামান।এ ঘটনায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।