বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 01:51 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়পুরের সকল উপজেলায় রুট পারমিট ব্যাতীত বাস পরিবহণ বন্ধের দাবীতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে জেলা সার্কিট হাউজের সামন থেকে গুরুত্বপূর্ণ সড়কে হাজার হাজার গাড়ী নিয়ে গণজমায়েত করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচীর নেতৃত্বে ছিলেন,ছিলেন,সিএনজি,অটোরিক্সা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক, শরীয়তপুর জেলা সিএনজি,অটোরিক্সা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান,সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক ও জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোকন সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি সরদার একেএম চান মিয়া, সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, সহ সম্পাদক নাসির ঢালী, দপ্তর সম্পাদক আলী আহমেদ ঢালী প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও জেলার সকল সিএনজি ও অটোরিকশা চালকগন।এসময় নেতৃবৃন্দ জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে প্রশাসন কর্তৃক তাদের দাবী মেনে নেওয়ার আশ্বাসে তারা কর্মসূচী সমাপ্তি ঘোষণা করেছেন।