বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 01:19 pm
![]() |
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক-এর শুভাগমন উপলক্ষ্যে সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কলেজের হলরুমে অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক।
কলেজের প্রভাষক মোছা. তাহমিনা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সাধারণ মোশফেকুর রহমান রিপন, জ্যেষ্ঠ প্রভাষক মোস্তফিজুর রহমান পাপুল, প্রভাষক মাহমুদা খাতুন চৌধুরী ও ফিরোজ কামাল প্রমুখ।