বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 02:58 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি- আদমদীঘির সান্তাহারে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার গাড়ি জব্দ করেন। গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার সান্তাহার পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও একই উপজেলার উত্তর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৭)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার পলাশ আবাসিক হোটেলের সামনে ঢাকা -শ/ ৪৬৯ নম্বরের একটি প্রাইভেটকার গাড়ি থামিয়ে রেখে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছেন।
এমন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালান ফাঁড়ি পুলিশের অভিযানিক দল। এসময় প্রাইভেটকার গাড়ির ভিতরে থাকা রুহুল আমিন ও আব্দুল মজিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি করাকালে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকার গাড়িটি জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু করে গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি