বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 01:19 pm
![]() |
শোকবার্তা:-জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ বাহারানে সুলতান বাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাউজিন)।২৭ আগস্ট ২০২৫ রোজ বুধবার বিকাল ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস কিডনি সহ নানান জটিল রোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনগুলো হলো- জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব), বাংলাদেশ লোড আনলোড শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ অটো ও চাতাল চাল কল শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ পুলিশ মচারী ইউনিয়ন, বাংলাদেশ সংযুক্ত মহিলা পরিষদ, বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদ, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি, নাগরিক পরিষদ, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, সিএলএনবি, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি, বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ উপকূলীয় ট্রলার শ্রমিক ইউনিয়ন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বাহারানে সুলতান বাহারের মৃত্যুতে দেশের শ্রমিক সমাজ তাদের একজন অভিভাবককে হারালো। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাহারানে সুলতান বাহার সারা জীবন অসহায় শ্রমিক-কর্মচারীর স্বার্থ রক্ষায় কাজ করেছেন।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
(মোহাম্মদ বজলুর রহমান বাবলু)সাধারণ সম্পাদক,বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন,৭৮/এ, পুরানা পল্টন লেন, ঢাকা- ১০০০।