বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 01:57 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে জব্দ করা আরো ৮২৫ বস্তা সার প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।বুধবার (২৭ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজারের রাফি ট্রেডার্স নামের গুদামের সামনে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স নামের এক খুচরা সার বিক্রেতার ডিলারের গুদামে সরকারি নিয়মবহিভুত ভাবে অতিরিক্ত সার মজুত ও সেখান থেকে রাসায়নিক সার পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টিম ওই গুদামে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা পটাশ সার জব্দ ও গুদামে নিয়মবহিভুত রাখা অতিরিক্ত ৮২৫ বস্তা বিভিন্ন জাতের সার মজুত রাখা ধরা পড়ে।
এমসয় ভ্রাম্যমান আদালত ৮২৫ বস্তা সারসহ গুদাম সিলগালা ও খুচরা সার ডিলার রাফি ট্রেডার্স-এর মালিক আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেন। এর আগের দিন পাচারের উদ্যোশে ট্রাক বোঝাই ২৪৫ বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা বিক্রি দেন। অবশিষ্ট ৮২৫ বস্তা সার গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় মুরইল বাজারে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে গুদাম ঘরের সামনে প্রকাশ্যে নিলামে তিন ব্যক্তির নিকট ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয় বলে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি