বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 01:54 pm
![]() |
ইয়ামিন হোসেন:- ভোলা শহরের প্রাণকেন্দ্র চকবাজার ও কাঁচাবাজারে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত।২৭শে আগষ্ট দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার প্রতিক কুমার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় শহরের চকবাজার ও কাঁচাবাজারে পথচারীদের চলাচলে রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠান কে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার প্রতিক কুমার বলেন, পথচারীদের চলাচলের রাস্তায় চকবাজার, কাঁচাবাজার অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।এতে পথচারীদের চলাচলের অসুবিধা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজকে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং তিনটি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।