বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 02:58 pm
![]() |
এসএম সিরাজ বগুড়া:- বুধবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বগুড়া ইউনিটের সহযোগিতায় সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে আরো গতিশীল করা, প্রচার ও প্রসার ঘটানো এবং দূর্যোগ ও মাইগ্রেসন প্রবন এলাকায় স্টেক হোল্ডারদের মাঝে সচেতনতা ও সংবেদনশীলতা তৈরির জন্য অর্ধ-দিবসব্যাপী কর্মশালা এবং ইউনিট কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া হলে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক হোসনা আফরোজা।কর্মশালায় উপস্থিত ছিলেন বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চাঁন,বগুড়া ইউনিটের সেক্রেটারী শাহাদাত হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, সহিদউন নবী সালাম, আবিদুর রহমান সোহেল, মাফতুন আহমেদ খান রুবেল, মাহবুবুর রহমান ছোটন, আব্দুস সালেক তোতা ও মোঃ হাবিবুর রহমান রশিদ সন্ধান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের অংশীজন হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের ডিআরআরও কার্যালয়ের প্রতিনিধি, এসপি অফিসের এসবি শাখা প্রতিনিধি, জেলা কারা কর্তৃপক্ষ প্রতিনিধি, জেলা তথ্য অফিস প্রতিনিধি, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মহোদয়গণ। কর্মশালাটি সঞ্চালনা করেন শিকদার রাহাত ইসলাম,ইউনিট লেভেল অফিসার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট।কর্মশালার বিষয়বস্তু উপস্থাপন করেন আরএফএল বিভাগের উপ-সহকারি পরিচালক শাকিলা আক্তার। যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন যুব ও স্বেচ্ছাসেবক প্রধান মোঃ রায়হান খন্দকার, যুব কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও যুব সদস্যগণ।