বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 02:36 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শামছুল আকন্দ (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শালছুল আকন্দ ওই ইউনিয়নের সাপমারা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।স্থানীয়রা জানায়, ওই সময় পরিষদে টিসিবির পণ্য বিক্রি চলছিল। এ পণ্য কিনে শালছুল আকন্দ বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে চালবোঝাই একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি প্রাথমিক জব্দ করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।