বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
28 Aug 2025 02:59 am
![]() |
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখা বগুড়ার তিনটি মামলায় পুলিশ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারের বিশিষ্ট তেল, চিনি, সার ও কিটনাশক ব্যবসায়ী এফ.কে.এম ইফতেখার মুনিম নোবেল (৩৮) কে গ্রেফতার করেছে।তিনি মহাস্থানের মেসার্স এস কে ট্রেডার্স এর স্বত্বাধীকারী ও বগুড়া শহরের মালগ্রাম প্রাইমারী স্কুল লেনের মৃত আব্দুস সবুর এর পূত্র।পুলিশ জানিয়েছে মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল মালগ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখার ব্যবস্থাপক তৌহিদ রেজা জানান,২০১০ সালে ঋণ গ্রহণকারী নোবেল প্রায় সাত কোটি টাকা ঋণ খেলাপী হয়।পরে ব্যাংক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে মালগ্রামের বাসা থেকে মোবেল গ্রেফতার করা হয়।