বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
27 Aug 2025 10:05 pm
![]() |
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি:- পিরোজপুরের ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভর(২৮) দুই হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।
আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতার রিয়াজুল ইসলাম শুভর বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা বেঁচে সিমানার মধ্যে রেখেছিল।এ সময় প্রতিবেশী মিলন শিয়ালীসহ তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক হাওলাদারের উপর অর্তকিত হামলা করে। তখন তার ডাক-চিৎকারে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ এগিয়ে আসলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে তার দুই হাত পিঠিয়ে ভেঙে দেয়।পরে ছাত্রদল নেতা শুভ ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী মুঠোফোনে কল দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
আহত ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ জানাম, আমার বাবা জমির মধ্যে আগাছা বাঁচতে ছিলেন।এসময় কিছু না বলে মিলন শিয়ালীসহ তার ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী আমার বাবার ওপর দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা করে।তখন তার ডাক-চিৎকারে সেখানে গেলে
সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে পিটিয়ে আমার দুই হাত ভেঙে দেয়।
মোঃ মামুন হাওলাদার শিমুল