সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
25 Aug 2025 09:24 pm
![]() |
বাড়ছে বয়স বাড়ছে অভিজ্ঞতা
তর্ক নয় চাই নীরবতা,
কে আপন কে প্রিয়জন
সবাই সবার প্রয়োজন।
শব্দহীন বসবাস নীরবতা
সুখ শান্তি একতা,
আকাশের উদারতা সাগরের গভীরতা
নিঃশব্দ শক্তি নীরবতা।
প্রেম প্রীতি ভালবাসা বিজয়
নীরবতা মানে দুর্বলতা নয়,
যখন নীরব থাকা হয়
জীবন হয় তখন সুখময়।
আমাদের চাওয়া বিশ্বময়
জীবন যেন হয় শান্তিময়,
নীরবতা উদারতা গুণ তাই
সবসময় সবার জন্যে চাই।
পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি