সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
26 Aug 2025 12:09 am
![]() |
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ঝরনা বেগম(৩৫) নামে চিহ্নিত ইয়াবা সম্রাজ্ঞীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।
সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, ঝরনা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেফতারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার দিবাগত রাত ১১ টার পর সেনাবাহিনীর ১৬ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য অভিযান চালিয়ে গোবরা কুতুবপুর নিজ বাড়ি ঝরনা বেগমকে আটক করে।এ সময় তার কাছ থেকে ৬শ’ পিচ ইয়াবা ট্যাবলেট,৩টি মোবাইল, নগদ ৮৭ হাজার ৬শ’ টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়।এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং রোববার ঝরনা বেগমকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি