সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
26 Aug 2025 01:01 am
![]() |
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বরগুনাঃ- বরগুনার তালতলী উপজেলার আলোচিত ডাকাতি মামলার পলাতক আসামি একিন প্যাদা ওরফে সুমন (৪৪) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন।তিনি ওই উপজেলার বেথিপাড়া গ্রামের মৃত কাদের প্যাদার ছেলে।
শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৮, সিপিসি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ঘটনার পর থেকে একিন প্যাদা আত্মগোপনে ছিলেন।তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাত আড়াইটার দিকে তালতলীর ১ নম্বর পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এক গৃহবধূর বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ মোট ১১ লাখ ৪২ হাজার ৬৩৭ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতরা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মনিকা বেগম বাদী হয়ে তালতলী থানায় মামলা (নং-২২/১১৯, তারিখ ২৭/০৭/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) দায়ের করেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ঢাকার শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।