বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
22 Aug 2025 12:41 am
![]() |
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ-জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মানুষের সেবা করতে চান তৃতীয় লিঙ্গের রবিউল ইসলাম মাহি(২৭)। সে নিজেকে প্রতিষ্ঠিত করে জানান দিতে চায় সমাজের আর ১০ জনের মত আমরাও পারি নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের জন্য কিছু করতে।তাই তার অবিরত প্রচেষ্টার অংশ হিসেবে এ বছর মাষ্টার্স পরীক্ষায় অংশ গ্রহন করছে সে। রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামের ইলিয়াস হোসেন ও ফৌজিয়া বেগমের ৫ সন্তানের মধ্যে সবার বড় রবিউল ইসলাম মাহি।
সে ৭ বছর বয়সে বুঝতে পারে যে, শারিরিক ভাবে অন্যদের থেকে আলাদা। তখন নিজের মত সঙ্গীদের অন্নেষনে পীরগঞ্জের খালাশপীরে চলে আসে এবং সেখানে তৃতীয় লিঙ্গের নেতা সাইফুল ইসলাম স্মৃতির সহযোগিতায় এ সম্প্রদায় ভুক্ত থেকেও চালিয়ে যায় নিজের লেখা পড়া।পূর্ব বড়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাহি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে ভর্তি হয় ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে।
উক্ত বিদ্যালয় থেকে এসএসসি পাস, কেশবপুর টেকনিকেল এন্ড বিএম কলেজ থেকে এইচএসসি এবং ২০২০ সালে খালাশপীর ডিগ্রি কলেজ থেকে বিএসএস পাশ করে। তার পরেও মাহির উচ্চ শিক্ষার প্রত্যাশা দমে যায়নি। পরবর্তিতে রংপুর কারমাইকেল কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে এমএ ১ম বর্ষে ভর্তি হয়। গত মঙ্গলবার থেকে চলতি ২০২৫ সনের এমএ পরীক্ষায় অংশ নিয়েছে। তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত মাহি জানায়,২০১৯ সালে সরকারি ভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং ভাতাভোগী করা হয়। তিনি বøাড ডোনেশন সংগঠনসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সে সম্পৃক্ত। তার ইচ্ছে চাকুরির সুযোগ পেলে আজীবন মানুষের সেবা করবে।তার মতে সে বিয়ে করতে পারবে না এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। মাহি বলেন, আমার জীবনের কোন পিছুটান নেই।
আমি গরিব ও অসহায় রোগীদের বিনা টাকায় বøাড ম্যানেজ করে দেই এবং আমিও বøাড দেই। এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাধ্যমত সহযোগিতা করি।পীরগঞ্জের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নেতা সাইফুল ইসলাম স্মৃতি জানায়, সরকারি ভাবে পীরগঞ্জ উপজেলায় ৫৪ জন হিজড়া রয়েছে। আমরা সকলে সামাজিক মর্যাদা চাই।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি