বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
22 Aug 2025 01:35 am
![]() |
বাংলাদেশ আজ এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। রাজনীতি, অর্থনীতি ও সামাজিক বাস্তবতা—সবকিছু মিলিয়ে দেশ যেন ধীরে ধীরে অনিশ্চয়তার এক অচেনা পথে অগ্রসর হচ্ছে। প্রশ্ন উঠছে, এ পথের শেষ কোথায়?
অর্থনীতির চাকা ঘোরার গতি কমছে প্রতিনিয়ত। সাধারণ মানুষ বাজারে গিয়ে হাঁসফাঁস খাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন থামছেই না। কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই আজ ভোগান্তির চাপে ক্লান্ত।এ অবস্থায় বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পোন্নয়নের গতি মন্থর হয়ে পড়েছে।
রাজনীতির মঞ্চও সমানভাবে উত্তপ্ত। দলীয় কোন্দল, বিরোধী পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ এবং ক্ষমতার লড়াই জনমনে হতাশা তৈরি করছে। নির্বাচন ঘিরে তৈরি হওয়া প্রশ্ন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়, অথচ সেই স্থিতিশীলতাই আজ বড় প্রশ্নের মুখে।
শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন—প্রতিটি খাতেই রয়েছে সংস্কারের অশেষ প্রয়োজন। কিন্তু সেসব সংস্কার কেবল কথায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ফলে জনগণ মনে করছে, দেশ অগ্রগতির চেয়ে স্থবিরতার দিকেই বেশি এগোচ্ছে।
তবে সবকিছুর পরেও আশার আলো নিভে যায়নি।বাংলাদেশের মানুষের ইতিহাসই হলো লড়াই আর অর্জনের ইতিহাস।অতীতেও কঠিন সময় পেরিয়ে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন হয়েছে। আজ প্রয়োজন শুধু সৎ নেতৃত্ব, স্বচ্ছতা ও দেশপ্রেমের ভিত্তিতে নীতি নির্ধারণ।
বাংলাদেশ অনিশ্চয়তার পথে হাঁটলেও সেই পথ যেন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, সেটাই আজ জাতির প্রত্যাশা।
মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন: লেখক ও রাজনীতিবিদ