সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:50 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:- বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার কল্যাণ পরিষদ নির্বাহী কমিটির মাসিক সভা ১৭ আগস্ট ২০২৫ রোববার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি হারুনূর রশিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে সরকারকে অভিনন্দন। একই সাথে প্রচন্ড দারিদ্রতা, ঋণের চাপে পিষ্ট ও খাদ্যাভাবে রাজশাহী পবা উপজেলার বামন শিখর গ্রামের মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিন ও দুগ্ধ শিশু কন্যা মিথিলাসহ ৪ জনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছি।স্বৈরাচার বিরোধী জুলাই আন্দোলনে প্রায় ২ হাজার শহীদ, ২২ হাজার আহত ব্যক্তির রক্তের বিনিময়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই চেতনার আন্দোলন অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, সর্বজনীন কর্মসংস্থানের ন্যায্য অধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন সরকার পতন আন্দোলনের রূপ নেয়। অথচ বর্তমান সরকার ২০২৪-২৫ লুটপাটের বাজেট অব্যাহত রাখে এবং এই স্টাইলে ১৫ লক্ষাধিক কোটি টাকার বাজেট লুটকারীদের সুবিধার্থে মাত্র ৭ লক্ষ কোটি টাকার গতানুগতিক বাজেট করে। অথচ আমাদের আশা ছিল দিনমজুর, কৃষক, শ্রমিক, সকল দরিদ্র পেশাজীবীদের সামাজিক সুরক্ষার মাসিক ভাতা ও সকল স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনুরূপ মাসিক শিক্ষা বৃত্তি পাবেন।
তিনি আরো বলেন, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরী শেষে কমপক্ষে এক লক্ষ ডলার সমমান ১ কোটি ২৫ লক্ষ টাকা পেনশন সুবিধা নিয়ে সন্তানদের শিক্ষা, বিয়েশাদী, নিজেদের চিকিৎসা, সন্তানের আত্মকর্মসংস্থানের মাধ্যমে একটি নিরাপদ পারিবারিক জীবন উপভোগ করবেন।
হারুনূর রশিদ আরো বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপ আঞ্চলিক একাঙ্গিক, একমুখী সরকার। আর উপদেষ্টাদের পরিচিত আত্মীয় কোটায় অনভিজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক, বীমা সহ সরকারি প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার, চেয়ারম্যান নিয়োগ দান করে সরকারকে আরো দুর্বল করেছে। আগামী নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী করণের লক্ষ্যে স্বৈরাচার বিরোধী জুলাই আন্দোলনে সক্রিয়দের সমন্বয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।
বার্তা প্রেরক,(বজলুর রহমান বাবুল)নির্বাহী সদস্য, সম্মেলন প্রস্তুতি কমিটি বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার কল্যাণ পরিষদ