রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
19 Aug 2025 05:06 pm
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রঙিন সাজে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিনসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে সমাপ্ত হয়। এতে শত শত ভক্ত-অনুরাগী, নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন। নানা শ্লোগান, বর্ণিল সাজসজ্জা ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি পরিণত হয় ধর্মীয় সম্প্রীতির মিলনমেলায়।