শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
19 Aug 2025 08:05 pm
![]() |
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর শহরের নবাববাড়ী সংগঠন কার্যালয়ে জাতীয়তাবাদী তৃনমূল দল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তৃনমূল দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলার সভাপতি মোঃ আব্দুল বারী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মোল্লা, সহ-সভাপতি ইসলাম, জহির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজম, হোসেন আলী,শহর কমিটির সভাপতি আব্দুস সোবহান শেখ, গাবতলী উপজেলা তৃনমুল দলের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম, গাবতলী থানা তৃনমূল দল নেতা মামুনুর রহমান মামুন, সদর থানার মহিলা বিষয়ক সম্পাদক সোমা,সোনাতলা থানার সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সোহাগ, ১নং ওয়ার্ড তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলাল, ৫নং ওয়ার্ডের সভাপতি দুলাল হোসেন, ১৬নং ওয়ার্ডের সভাপতি বাদশা মিয়া, ১৮নং ওয়ার্ডের সভাপতি নুরল ইসলাম, ১৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুর গণি, আশারফ আলী, মোকাম্মেল, ফেরদৌস, শামীম, রাজু, জাফর, আফজাল, আমিনুরসহ প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।