সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:17 am
![]() |
এস এম দৌলত বগুড়া জেলা প্রতিনিধি:-বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আল-আমিন হত্যার বিচার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (১৭ আগস্ট) বেলা ১০টায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের ওমরদীঘি স্ট্যান্ডে এ বিক্ষোভ করা হয়।
এসময় ওই এলাকার শত শত নারী-পুরুষ আলামিন হত্যার বিচারের দাবিতে শ্লোগান দেন। বিক্ষোভ চলাকালে উভয়পাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘনটার অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে থানা পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিক্ষোভে অংশ নেন নিহত আল-আমিনের পিতা আফসার আলী, মা আছাতন, স্ত্রী সালমা আক্তার, চাচা জারজিস আলম, ইউসুফ আলীসহ এলাকার শত শত নারী-পুরুষ।
বিক্ষোভকারীরা বলেন, আল-আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীরা গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করছে না। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ পাঁচ দিন সময় নিয়েছেন। এরমধ্যে যদি আসামীদের গ্রেপ্তার করা না হয় তাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আল-আমিন হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।শিগগরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ২ আগস্ট বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেয়ায় আল-আমিন (৩৫) নামের ওই ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়।নিহত আল-আমিন উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন।