শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
19 Aug 2025 08:19 pm
![]() |
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:- রংপুরের পীরগঞ্জে কৃষি পল্লীতে সবজির গাছ কেটে সাবাড়।২৫ শতক জমির পানি কুমড়া, ঝিঙ্গে এবং মুলা এবং জমির সেড বা পলিথিনের ছাউনি কেটে সাবাড় করছে কেবা কাহারা। এতে প্রয়া ৪০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ১২ আগষ্ট রাতে উপজেলার নাসিরাবাদ গ্রামের ছিঁড়ার পুল নামক স্থানে এ ঘটনাটি ঘটে।জানা গেছে, নাসিরাবাদ গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে ফজলু মিয়া তাদের পৈত্রিক জমিতে মালচিং সেডের মাধ্যমে সবজি চাষ করে আসছে অনেক দিন থেকে।ঘটনার রাতে কেবা কাহারা সবজির গাছ এবং ছাউনি পলিথিন কেটে দিয়েছে।ফজলু মিয়ার প্রতিবেশী এরশাদ মিয়াগংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন থেকে শত্রুতা রয়েছে।
ফজলু মিয়া জানান, আমার প্রতিবেশী এরশাদ ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন থেকে শত্রুতা করে আসছে।গত ০৯/০৬/২৫ ইং তারিখে আমার পরিবারের লোকজন কে বেদম ভাবে মারপিট করেছে। এতে কয়েকজন রক্তাক্ত জখম অবস্থায় মেডিকেল এ চিকিৎসা নিতে হয়েছে এবং এবিষয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত রয়েছে।এরশাদ মিয়ে এমনিতেই বলে আমার নিকট হইতে জমি পাবে আসলে ১ শতক জমিও পাবেনা।এমনিতেই আমার পরিবারের লোকজন কে মারপিট করে তার পরিবারের লোকজন নিয়ে সাদুল্লাপুর এলাকায় বসবাস করে। ১২ আগষ্ট রাতে বৃষ্টির সময় আমার ২৫ শতক জমির ফসল কেটে সাবাড় করেছে। এতে আমার প্রায় ৪০ হাজার টাকা লোকসান হয়েছে, আমি বিষয়ট নিয়ে আইনের আশ্রয় নিব।
পাঁচগাছি ইউনিয়ন বিট পুলিশ এর এ এস আই মোয়াজ্জেম হোসেন জানান, সবজির আবাদ কেটে দেয়ার বিষয়ট শুনেছি, অভিযোগ পেলে সঠিক ব্যাবস্থা নেয়া হবে।
মোঃ আকতারুজ্জামান রা