বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
20 Aug 2025 12:28 am
![]() |
ভোলা প্রতিনিধি:- ভোলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে ১২ই আগষ্ট বিকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৯নং ওয়ার্ডের মল্লিক বাড়ীতে।
এ ঘটনায় মোঃ হাসান মল্লিক নামের এক ভুক্তভোগী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।যার নং-২০।
ঘটনাসূত্রে জানা যায়, ভুক্তভোগী হাসান গংদের সাথে প্রতিবেশী আজগর গংদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছে।
ওই বিরোধের জের ধরে ১২ই আগষ্ট বিকালে আজগরের নেতৃত্বে ভুক্তভোগী হাসান গংদের উপর অর্তকিত হামলা করা হয়।দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হাসানগংদের কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
ভুক্তভোগী হাসান, সাহিদা বেগম, সুজন জানান, আজগর বিজিবিতে চাকুরী করেন এ ক্ষমতার দাপটে আমাদের উপর অমানুষিক নির্যাতন করেন।
আজগর বাড়ীতে যতবার আসবে, ততবারই আমাদের উপর হামলা হবে।আমরা গরীব মানুষ বলে আমরা কোথায় ও বিচার পাইনা।
ভুক্তভোগী পরিবার এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছে।অভিযুক্ত আজগরগংদের প্রধান আজগরের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।