বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
20 Aug 2025 12:21 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- বগুড়ার আদমদীঘিতে বালু বোঝাই মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৬৭) নামের এক ব্যাটারি চালিত আটোভ্যান চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার হাসপাতার গেটের পাশে ওয়াল্টন প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই আটোভ্যানের যাত্রী খন্দকার নিশাত নামের এক শিক্ষিকা গুরুত্বর আহত হয়। নিহত আব্দুল মান্নান আদমদীঘি উপজেলার সালগ্রামে মৃত কাজেম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলার শিশুনিকেতন বিদ্যালয়ের শিক্ষিকা খন্দকার নিশাত তিনি আব্দুল মান্নানের অটোভ্যান যোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার হাসপাতাল গেটের পাশে ওয়াল্টন প্লাজার সামনে পৌঁছালে বগুড়াগামী দ্রæত গতির একটি বালু বোঝাই মিনি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোভ্যান চালক আব্দুল মান্নান নিহত হয় এবং আটোভ্যানের যাত্রী শিক্ষিকা খন্দকার নিশাত গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়।